ইমাম গাযযালী গার্লস স্কুল এন্ড কলেজ

দক্ষিণ রাঘবপুর, পাবনা - ৬৬০০

পরীক্ষা পদ্ধতি-


১. সেশনের নির্ধারিত সময়ে ২টি সাময়িক পরীক্ষা এবং বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে । তাছাড়াও নিয়মিত মডেল টেষ্ট ও টিউটোরিয়াল পরীক্ষা গ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিযোগীতা মুলক পড়ালেখায় আগ্রহী করা ।
২. সাময়িক পরীক্ষা ছাড়াও বিভিন্ন সময় (সাপ্তাহিক/মাসিক) শ্রেণী শিক্ষকগণ সংশ্লিষ্ট বিষয়ে পরীক্ষা গ্রহণ করবেন ।
৩. এছাড়াও শিক্ষকগণ শ্রেণীকক্ষে এবং শ্রেণীকক্ষের বাহিরে যাবতীয় কাজ (বিদ্যালয়ের উপস্থিত, পড়াশুনা, বাড়ীর কাজ, চলাফেরা, নিয়মিত নামাজ পড়া।) ইত্যাদি বিষয়ে পর্যবেক্ষণ করবেন । (এজন্য আলাদা নম্বর রয়েছে)
৪. প্রত্যেক বিষয়ে পাশ নম্বর শতকরা ৪০% । সর্বোচ্চ মার্ক প্রাপ্ত শিক্ষার্থীকে মেধা ভিত্তিক পুরষ্কৃত করা হয় ।
৫. পরীক্ষায় অসদুপায় অবলম্বন করলে শাস্তি প্রদান সাপেক্ষেছাড়পত্রপদ্রান করা হয় ।
৬. শিক্ষার্থীগণ প্রতিদিন ব্যাক্তিগত রিপোর্ট সংরক্ষণ করবে এবং মাসের শেষে তা মূল্যায়ন করা হয় । এভাবে তাদের ব্যক্তিগত বিষয়াদির উন্নতির জন্য পুরস্কৃত করা হয় ।
৭. শ্রেণীকক্ষে ১০০% উপস্থিতির জন্য পুরষ্কার ব্যবস্থা রয়েছে ।

/ পরীক্ষার সময়সূচী