১. আল্লাহকে স্মরণ করে প্রতিদিন স্কুলের নির্ধারিত পোষাক পরিধান করে সময়মত বাড়ী থেকে রওয়ানা হবে । নির্ধারিত সময়ের বেশী পূর্বে স্কুলে আসবে না । ২. দৈনন্দিন বাড়ীর কাজ ও পড়া অবশ্যই শিখে স্কুলে আসবে । ৩. নিজের বই, খাতা-কলম, জামা-কাপর ও পড়ার টেবিল পরিষ্কার-পরিচ্ছন্ন ও সাজিয়ে রাখবে । ৪. প্রতিদিন ফজরের আযানের পরপরই ঘুম থেকে উঠার অভ্যাস করবে । ৫. প্রতিদিন মাগরিবের নামাজের পরপরই পড়ার টেবিলে বসতে হবে । ৬. নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ আদায় করা ও কোরআন, হাদিস পড়া আবশ্যক । মিথ্যা কথা এবং খারাপ কাজ পরিবহার করে চলবে। ৭. শিক্ষক, আব্বা-আম্মা, প্রতিবেশী, মুরুব্বী, আত্মীয়-স্বজনদের দেখামাত্র “আসসালামুআলাইকুম” বলে সম্মান প্রদর্শন করবে এবং ছোটদেরকে আদর করবে । ৮. সকল কাজের শুরুতে “বিসমিল্লাহির রাহমানির রাহীম” এবং কাজের শেষে “আলহামদুলিল্লাহ” বলার অভ্যাস করতে হবে । ৯. রাসুল (সাঃ) এর নাম উচ্চারিত হবার সাথে সাথেই “সাল্লাল্লাহুআলাইডিওয়াসাল্লাম” বলবে । ১০. সুস্থমন ও শরীর গঠন করার জন্য নিয়মিত টিফিন নিয়ে আসবে ও খাওয়া দাওয়া করবে এবং বিকাল বেলায় খেলাধুলা করবে । ১১. প্রতিষ্ঠানের বেতন, পরীক্ষার ফিস ও অন্যান্য পাওনা নির্দিষ্ট সময়ে অবশ্যই পরিশোধ করতে হবে । ১২. পরিশুদ্ধ ভাষায় কথা বলবে, হাতের লেখা সুন্দর করার চেষ্টা করবে এবং নির্ভুল বানানের প্রতি নজর রাখতে হবে । ১৩. সতীর্থদের সাথে বন্ধুত্ব সম্পর্ক গড়ে তুলবে, একে অন্যকে সহযোগিতা করবে । ১৪. আসা যাওয়ার পথে কোন সমস্যা হলে, অধ্যক্ষ বা সহঃ প্রধান শিক্ষককে জানাবে এবং বাসায় আব্বা আম্মাকে জানাবে। রাস্তাঘাটে কারো কথার প্রতিউত্তর করবে না ।