ইমাম গাযযালী গার্লস স্কুল এন্ড কলেজ

দক্ষিণ রাঘবপুর, পাবনা - ৬৬০০

জুলাই বিপ্লব ২৪ " উপলক্ষে গ্রাফিতি ও চিত্রাঙ্কন " প্রতিযোগিতায় পাবনা সদর উপজেলায় দ্বিতীয় স্থান অধিকার

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ কর্তৃক শিক্ষার্থীদের অংশগ্রহণে "জুলাই বিপ্লব ২৪ " উপলক্ষে গ্রাফিতি ও চিত্রাঙ্কন " প্রতিযোগিতায় পাবনা সদর উপজেলায় দ্বিতীয় স্থান অধিকার করেছে ইমাম গাযযালী গার্লস স্কুল এন্ড কলেজের স্নেহের আর্টিস্ট শিক্ষার্থীরা। অংশ গ্রহণ করেছিল প্রতিষ্ঠানের শিক্ষার্থী মুশফিরাত তাসনিম,মহুয়া, সামিহা, তাজ, মেহা সাদিয়া, ফাহমিদা । এরুপ চেতনা তোমাদের মাঝে অটুট থাকুক চিরকাল। দ্বিতীয় স্থান অধিকার করায় শিক্ষার্থী ও সংশ্লিষ্ট শিক্ষকদের অভিনন্দন। ওদের জন্য দোয়া চাই সকলের প্রতি।



d-block w-100