6ষ্ঠ শ্রেনীর ভর্তি নোটিশ ( লটারী)
বিশেষ নোটিশ
প্রিয় শিক্ষার্থী, লটারীতে নির্বাচিত সকল শিক্ষার্থীকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা। আগামী ১৯/১২/২০২৪ ইংও তারিখ সকাল ১১ টায় স্বাক্ষাৎকার নেয়া হবে।
ভর্তির সময় ও তারিখ: ২২ ও ২৩ ডিসেম্বর সকাল ১০ টা থেকে দুপুর ০১ টা পর্যন্ত।
ভর্তির সময় যা যা লাগবে:
১। ০২ কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি।
২। মূল জন্ম সনদের অনলাইন কপি।
০৩। পিতা মাতার জাতীয় পরিচয় পত্রের ফটোকপি।
০৪। ৫ম শ্রেণীর ছাড়পত্র।
বি:দ্র : ভর্তির সময় জন্ম সনদের মূল কপি দেখাতে হবে।
উক্ত সময়ের পর আসন শুন্য সাপেক্ষে অপেক্ষমান তালিকা হতে ছাত্রী ভর্তি করা হবে।
সুরাইয়া সুলতানা
অধ্যক্ষ
ইমাম গায্যালী গার্লস স্কুল এন্ড কলেজ, পাবনা।