ইমাম গাযযালী গার্লস স্কুল এন্ড কলেজ

দক্ষিণ রাঘবপুর, পাবনা - ৬৬০০

জরায়ুর ক্যানসার প্রতিরোধে কিশোরীদের টিকার নিবন্ধন শুরু

জরায়ুর ক্যানসার প্রতিরোধে কিশোরীদের টিকার নিবন্ধন করতে হবে পঞ্চম শ্রেনী থেকে নবম শ্রেনির ছাত্রীদের। সকল ছাত্রীকে টিকার জন্য রেজিস্ট্রেশন করে টিকা কার্ড  প্রিন্ট করে সেটা আগামী 21 অক্টোবর নিজ নিজ ক্লাশ টিচার এর কাছে  জমা দিতে হবে।


www.vaxepi.gov.bd এই ঠিকানায় নিবন্ধন করে টিকা নিতে হবে।  স্কুলগুলোতে ও স্কুলের বাইরে খুব শিঘ্রই এই টিকা দেওয়া হবে। টিকার জন্য রেজিস্ট্রেশন না করলে টিকা নেয়া যাবে না। এ জন্য সবাইকে টিকা রেজিস্ট্রেশন করে টিকা কার্ড শ্রেনী শিক্ষক এর কাছে জমা দিতে বলা হলো।