নার্সারি থেকে ৫ম ও ৬ষ্ঠ শ্রেণীর ভর্তি বিজ্ঞপ্তি 2025
ইমাম গায্যালী গার্লস স্কুল এন্ড কলেজ,পাবনা।
নার্সারি থেকে ৫ম ও ৬ষ্ঠ শ্রেণীর ভর্তি বিজ্ঞপ্তি - ২০২৬ খ্রি:
এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ইমাম গায্যালী গার্লস স্কুল এন্ড কলেজ,পাবনা নার্সারী থেকে ৫ম ও ৬ষ্ঠ শ্রেনীতে সীমিত আসনে ছাত্রী ভর্তি চলছে। আগ্রহী অভিভাবকদের নি¤œ লিখিত নির্দেশনা অনুসরণ করে ভর্তি ফর্ম সংগ্রহ করে ভর্তির স¤পূর্ন কার্যক্রম বাস্তবায়ন করতে বিশেষভাবে বলা হলো।
ভর্তি ফর্ম সংগ্রহ ও জমাদানের নির্দেশনা:-
বয়সসীমা
৩য় শ্রেনী ৮ বছর + (৩১/১২/২০১৬ থেকে ০১/০১/২০১৯ এর মধ্যে জন্ম হতে হবে)
৪র্থ শ্রেনী ৯ বছর + (৩১/১২/২০১৫ থেকে ০১/০১/২০১৮ এর মধ্যে জন্ম হতে হবে)
৫ম শ্রেনী ১০ বছর + (৩১/১২/২০১৪ থেকে ০১/০১/২০১৭ এর মধ্যে জন্ম হতে হবে)
৬ষ্ঠ শ্রেনী ১১ বছর + ৩১/১২/২০১৩ থেকে ০১/০১/২০১৬ এর মধ্যে জন্ম হতে হবে)
ভর্তি ফরমের মূল্য ২২০ টাকা মাত্র। অনলাইন চার্জ ৩০ টাকা।
ভর্তি ফরম বিতরনের তারিখ ০১ নভেম্বর ২০২৫ খ্রি: থেকে
ভর্তি ফরম জমাদানের শেষ তারিখ ০৫ ডিসেম্বর ২০২৫ খ্রি: পর্যন্ত
ভর্তি ফরম সংগ্রহের সময় সকাল ১০ টা হতে দুপুর ২ টা পর্যন্ত (ছুটির দিন বাদে)
লটারীর তারিখ পরে জানানো হবে।
ভর্তি ফর্ম জমা দেওয়ার নির্দেশনা সমূহ
০১ ভর্তি ফরমের সাথে শিক্ষার্থীর ০২ কপি সদ্যতোলা পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে
০২ শিক্ষার্থীর অনলাইন জন্মনিবন্ধনের ফটোকপি জমা দিতে হবে ( বাংলা ও ইংরেজী)
০৩ পূর্বের স্কুলের মূল ছাড়পত্র জমা দিতে হবে।
০৪ ভর্তি ফরমের সাথে প্রার্থীর পিতামাতার জাতীয় পরিচয় পত্রের ফটোকপি জমা দিতে হবে
০৫ ভর্তি ফরম প‚রণের সময় স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানা সঠিকভাবে উল্লেখ করতে হবে
০৬ ভর্তি ফরম প‚রণের সময় ২ টি মোবাইল নম্বর সঠিকভাবে উল্লেখ করতে হবে। যাতে উক্ত নম্বরে অভিভাবকের সাথে যোগাযোগ করা যায়।
০৭ ২ জন অভিভাবকের ষ্ট্যাম্প সাইজ ছবি দিতে হবে। শুধু মাত্র যারা শিক্ষার্থীকে ছুটি হলে স্কুল থেকে নিতে পারবে ( মা-বাবা হলে ভালো হয়)।
ভর্তি সংক্রান্ত নীতিমালাঃ
প্রতিষ্ঠানের শিক্ষার্থীর ক্ষেত্রে অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীরা বার্ষিক পরীক্ষায় কৃতকার্য হওয়া সাপেক্ষে পরবর্তী শ্রেণিতে নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি হতে পারবে
নার্সারী ও ২য় শ্রেণির জন্য লিখিত / মৌখিক পরীক্ষায় কৃতকার্য ও আসন খালি থাকা সাপেক্ষে এবং ভর্তি কমিটির সুপারিশক্রমে ভর্তি করা যাবে। ৩য়- ৬ষ্ঠ শ্রেনীতে বাছাই ও লটারী করা হবে।
যোগাযোগের ঠিকানা
ইমাম গায্যালী গার্লস স্কুল এন্ড কলেজ,পাবনা।
দক্ষিন রাঘবপুর, পাবনা।
মোবাইল: ০১৮১৯-৬৭৮০২০