সরকারি , বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৪ সালে ভর্তির তথ্য
ঢাকা মহানগরীসহ সারাদেশের সব (জাতীয়করণসহ) সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৪ শিক্ষাবর্ষে বিভিন্ন শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে।
ভর্তির ব্যাপারে নির্দেশনা
শিক্ষার্থী ভর্তির জন্য বিদ্যালয় হতে কোনো ভর্তি ফরম বিতরণ করা হবে না।
ভর্তির আবেদন শুধু অনলাইনে gsa.teletalk.com.bd এই ঠিকানায় পাওয়া যাবে।
অনলাইনে আবেদন করা যাবে ২৪ অক্টোবর ২০২৩ বেলা ১১টা থেকে ১৪ নভেম্বর ২০২৩ বিকেল ৫টা পর্যন্ত।
২০২৪ সালের ভর্তির আবেদন ফি ১১০ টাকা। যা শুধু টেলিটক প্রিপেইড মুঠোফোন থেকে SMS–এর মাধ্যমে প্রদান করা যাবে।
সারাদেশের আবেদনকারীরা আবেদনের সময় প্রতিষ্ঠান নির্বাচনকালে থানাভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা পাবে। এ ক্ষেত্রে প্রার্থীরা প্রাপ্যতার ভিত্তিতে প্রতিটি আবেদনে সর্বোচ্চ পাঁচটি বিদ্যালয় পছন্দের ক্রমানুসারে নির্বাচন করতে পারবে। ডাবল শিফটের প্রতিষ্ঠানের ক্ষেত্রে উভয় শিফট পছন্দ করলে দুটি পছন্দক্রম সম্পন্ন হয়েছে বলে বিবেচিত হবে। একই পছন্দক্রমের বিদ্যালয় কিংবা শিফট দ্বিতীয়বার পছন্দ করা যাবে না।