শিক্ষা মানুষের মৌলিক অধিকার যে জাতী যত বেশী শিক্ষিত সে জাতি ততবেশী উন্নত। শিক্ষার প্রকৃত উদ্দেশ্য আদর্শ মানুষ তৈরী করা। সমাজের ভবিষ্যত কর্নধার নারী সমাজের অগ্রগতি ও তাদেরকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার মহান লক্ষ্যকে সামনে রেখেই মাওলানা আব্দুস সুবহান সাহেবের সপ্নের বাস্তবায়ন এই ইমাম গায্যালী গার্লস স্কুল এন্ড কলেজ । এ প্রতিষ্ঠানে আধুনিক ও নৈতিক শিক্ষার সমন্বয়ে বিজ্ঞান সম্মত পদ্ধতিতে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে শিক্ষার্থীদেরকে পাঠদান করানো হয়। এ ক্ষেত্রে এলাকাবাসীর সহযোগিতায় গভর্নিং বডি, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনা করে আজ আধুনিক তথ্য প্রযুক্তির উন্নতি সাধনের চেষ্টা করা হচ্ছে। শিক্ষার্থীবৃন্দ যাতে যুগোপযোগী শিক্ষার সাথে সমন্বয় করে সুশিক্ষিত হয়ে আদর্শ নাগরিক হিসেবে দেশ ও জাতীর কল্যানে কাজ করতে পারে সে ক্ষেত্রে অধ্যক্ষ ও সুযোগ্য শিক্ষকমন্ডলী যথাযথ দায়িত্ব পালন করে প্রতিষ্ঠানটিকে পাবনা তথা বাংলাদেশের মধ্যে একটি শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত করার লক্ষে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমি এর উত্তরোত্তর সাফল্য কামনা করছি। প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে সহযোগিতার করার জন্য বর্তমান শিক্ষাবান্ধব সরকার, প্রশাসন, অভিভাবক, শিক্ষার্থী-শিক্ষক ও এলাকাবাসী সহ সকল শুভাকাংখীকে জানাই আন্তরিক ধন্যবাদ।
আল্লাহ রাব্বুল আলামীন আমাদের সহায় হউন। আমীন
আলহাজ্ব আবুল কাশেম
সভাপতি গভর্নিং বডি
ইমাম গায্যালী গার্লস স্কুল এন্ড কলেজ, পাবনা।